Bootstrap Image Preview
ঢাকা, ০২ বৃহস্পতিবার, মে ২০২৪ | ১৯ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

'শীতে' গোসল কখন ফরজ কখন সুন্নত

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৫ ডিসেম্বর ২০২০, ০৮:৪৪ AM
আপডেট: ১৫ ডিসেম্বর ২০২০, ০৮:৪৪ AM

bdmorning Image Preview


শীতে গোসল করাটা একটা বিশাল ডিসিশন মেকিং-এর ব্যাপার। অনেকেই আছেন, শীতে না পারতে গোসলের ধারে কাছেও যান না। হাত পা ধুয়ে কাপড় পালটে বডি স্প্রে দিয়ে কাজ সারতে চান। কিন্তু এগুলোর ক্ষতিকর দিকগুলো ভাবেন না।  বলেন, “ধুর গোসল না করলে কিচ্ছু হয় না!” ব্যস! ১৫ দিনের জন্য গোসল বন্ধ! তাহলে এখন জেনে নিন ইসলামী শরিয়ত মতে গোসলের বিধান সব সময় এক নয়। গোসল কখনো ফরজ, কখনো সুন্নত আর কখনো নফল বা মুস্তাহাব।

গোসল কখন ফরজ: চারটি কারণের কোনো একটি পাওয়া গেলেই গোসল ফরজ হয়ে যায়।

১।   জুনুবি অর্থাৎ কামনা পূরণের পর গোসল ফরজ হয়। যেমন—সহবাস, স্বপ্নদোষ বা যেকোনো উপায়ে বীর্যপাত হলে। (সুরা : মায়িদা, আয়াত : ৬)

২।   নারীদের মাসিক রক্তস্রাব বন্ধ হওয়ার পর পবিত্র হওয়ার জন্য গোসল ফরজ হয়। (বুখারি, হাদিস : ৩০৯)

৩।   মহিলাদের নেফাস বন্ধ হওয়ার পর গোসল ফরজ হয়। (কানজুল উম্মাল : ৯/১১০৯)

৪।   মৃত ব্যক্তিকে গোসল দেওয়া জীবিতদের ওপর ফরজ। (বুখারি, হাদিস : ১১৭৫)

গোসল কখন সুন্নত: চার অবস্থায় গোসল সুন্নত :

১।   জুমার নামাজের জন্য গোসল করা সুন্নত। (তিরমিজি, হাদিস : ৪৮৬)

২।   দুই ঈদের নামাজের জন্য গোসল করা সুন্নত। (ইবনে মাজাহ, হাদিস : ১৩০৬)

৩।   ইহরামের জন্য। (তিরমিজি, হাদিস : ৭৬০)

৪।   হাজি সাহেবদের জন্য আরাফায় অবস্থানকালে। (ইবনে মাজাহ, হাদিস : ১৩০৬, আলমুজামুল কাবির : ৯/৩০৭)

গোসল কখন মুস্তাহাব: নিম্নোল্লিখিত কয়েকটি অবস্থায় গোসল করা মুস্তাহাব।

১।   শাবানের ১৫ তারিখ রাতে। (জামেউল আহাদিস : ৩৯/৪৮৬, আলফিকহুল ইসলামি : ১/৪৮০)

২।   কদরের রাতে। (বুখারি, হাদিস : ৩৪)

৩।   সূর্য ও চন্দ্রগ্রহণের নামাজ এবং বৃষ্টি প্রার্থনার নামাজের জন্য গোসল করা মুস্তাহাব। (আবু দাউদ, হাদিস : ২৯৯)

৪।   ভীতিকর পরিস্থিতি, ব্যাপক অন্ধকার এবং প্রচণ্ড মেঘের সময়। (সুরা : আল হাক্কা, আয়াত : ৬)

৫।   নতুন কাপড় পরিধানের সময়। (তিরমিজি, হাদিস : ২৭২৩)

৬।   গুনাহ থেকে ক্ষমা চাওয়ার সময়। (ইবনে মাজাহ, হাদিস : ৪২৪০)

৭।   সফর থেকে প্রত্যাবর্তনের সময়। (তিরমিজি, হাদিস : ২৭২৩)

৮।   মদিনায় প্রবেশের সময়। (দারাকুতনি, হাদিস : ২৭২৬)

৯।   মক্কা মুকাররামায় প্রবেশের ইচ্ছা করলে। (বুখারি, হাদিস : ১৪৭০)

১০। কোরবানির দিন সকালে মুজদালিফায় অবস্থানের সময় এবং তাওয়াফে জিয়ারতের জন্য। (আবু দাউদ, হাদিস : ২৯৯, তিরমিজি, হাদিস : ২৭২৩)

১১। মৃত ব্যক্তিকে গোসল দানকারীর জন্য। (আবু দাউদ, হাদিস : ২৭৪৯)

১২।  শিঙ্গা লাগানোর পর। (আবু দাউদ, হাদিস : ২৯৪)

১৩।  মাতাল বা বেহুঁশ ব্যক্তির স্বাভাবিক জ্ঞান ফেরার পর। (মুসান্নাফে আব্দির রাজ্জাক : ১/১৩২, বুখারি, হাদিস : ৬৪৬)

১৪।  ইসলাম ধর্ম গ্রহণ করার সময়, যদি সে পাক থাকে তবু গোসল করা মুস্তাহাব। কিন্তু সে যদি নাপাক থাকে তবে তো গোসল করা ফরজ। (সহিহ ইবনে হিব্বান : ৪/৪২, সুরা : মায়িদা, আয়াত : ৬)

Bootstrap Image Preview