Bootstrap Image Preview
ঢাকা, ২০ বৃহস্পতিবার, জুন ২০২৪ | ৬ আষাঢ় ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

আজ পাঁচজন বিশিষ্ট নারী ব্যক্তিত্বকে বেগম রোকেয়া পদক ২০২০ প্রদান

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৯ ডিসেম্বর ২০২০, ১০:৩৩ AM
আপডেট: ০৯ ডিসেম্বর ২০২০, ১০:৩৩ AM

bdmorning Image Preview


বেগম রোকেয়া পদক ২০২০ এর জন্য মনোনীত পাঁচজন বিশিষ্ট নারী ব্যক্তিত্বকে পদক প্রদান করা হবে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা, বেগম রোকেয়া পদক ২০২০ প্রদান করবেন।

বুধবার (৯ ডিসেম্বর) সকাল ১০টায় ঢাকায় বাংলাদেশ শিশু অ্যাকাডেমি মিলনায়তনে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে বেগম রোকেয়া পদক ২০২০ ও বেগম রোকেয়া দিবস উদযাপনের করা হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে অনলাইনে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন।

এর আগে মঙ্গলবার (৮ ডিসেম্বর) মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার (৯ ডিসেম্বর) বাংলাদেশ শিশু অ্যাকাডেমি মিলনায়তনে মনোনীতদের সম্মাননা পদক, সনদ ও চেক প্রদান করা হবে।

বেগম রোকেয়া পদক ২০২০ এর জন্য মনোনীত পাঁচ নারী হলেন - শিক্ষা ক্ষেত্রে প্রফেসর ড. শিরীন আখতার,পেশাগত উন্নয়নের মাধ্যমে নারীর ক্ষমতায়নের ক্ষেত্রে কর্নেল (ডা.) নাজমা বেগম, নারীর আর্থ-সামাজিক উন্নয়নের ক্ষেত্রে মঞ্জুলিকা চাকমা, সাহিত্য ও সংস্কৃতির মাধ্যমে নারী জাগরণের ক্ষেত্রে বেগম মুশতারী শফি (বীর মুক্তিযোদ্ধা) এবং নারী অধিকারে অবদানের ক্ষেত্রে বীর মুক্তিযোদ্ধা ফরিদা আক্তার।

Bootstrap Image Preview