Bootstrap Image Preview
ঢাকা, ১২ শনিবার, অক্টোবার ২০২৪ | ২৭ আশ্বিন ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

মহাকাশে মূলা চাষ করলো নাসা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৪ ডিসেম্বর ২০২০, ০৬:৪৮ PM
আপডেট: ০৪ ডিসেম্বর ২০২০, ০৬:৪৮ PM

bdmorning Image Preview


বিডিমর্নিং ডেস্কঃ মহাকাশে মূলা চাষ করে সাফল্য পেয়েছে যুক্তরাষ্ট্রের জাতীয় মহাকাশ সংস্থা নাসা। আর কিছুদিন পরেই মাটি খুঁড়ে মূলা তোলা হবে।

ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনেই (আইএসএস) মূলত বিভিন্ন বিষয়ে পরীক্ষা করছেন নভোচারীরা। এমনই একটি পরীক্ষায় স্পেস স্টেশনের পরিবেশে ‘মূলা’ উৎপাদন করার চেষ্টা করছেন তারা। মূলা চাষের পর তা পরীক্ষার জন্য নমুনা পাঠানো হবে পৃথিবীতে।

মাধ্যাকর্ষণ শক্তি নেই বললেই চলে, তবু সেই মহাশূন্যেই এবার মূলা চাষ যেন তাক লাগানোর মতো ঘটনা। মূলাচাষের মাধ্যমে তাতে সাফল্য এলো।

ছবিতে দেখা গেছে, একটি বাক্সে নানা ধরনের তারের মাঝখানে ২০টি সবুজ পাতা সম্বলিত চারাগাছ। তবে মহাকাশে মূলাচাষ মোটেই সহজসাধ্য কাজ ছিল না বলে জানিয়েছেন বিজ্ঞানীরা। প্রথমে মাটির ‘বালিশ’ তৈরি করে তাতে বীজ পুঁতে দেয়া হয়। তা থেকে চারা বেড়ে ওঠে। এই পদ্ধতিতে সমস্ত গাছ সমান পানি ও সারও পায়।

গবেষণায় দেখা গিয়েছে, নীল ও লাল আলোতেই গাছ সবচেয়ে ভাল সাড়া দেয়। সেইমত ওই বাক্সের মধ্যে এলইডি আলোর ব্যবস্থা রয়েছে। ১৮০-র বেশি সেন্সর বসানো রয়েছে।

Bootstrap Image Preview