মহেশখালীতে নির্বাচন সংক্রান্ত কথা-কাটাকাটি জের ধরে প্রতিপক্ষের শাহেদের নেতৃত্বে হামলায় মাথায় লোহার রড়ের আঘাতে মারাত্নক আহত হয়ে ৩ দিন হাসপাতালে মৃত্যুর সাথে লড়াই করে অবশেষে মারা গেল কলেজ পড়ুয়া যুবক মেহেদী ।
গত (২ মে) সন্ধ্যা সাড়ে ৭টার সময় উপজেলার শাপলাপুর নয়া পাড়া গ্রামে এ ঘটনাটি ঘটে। নিহত যুবক মেহেদী হাসান মিরাজ (২৫)। সে উক্ত গ্রামের আব্দু শুক্রুরের পুত্র।
মঙ্গলবার (৫মে) দুপুর আড়াইটার সময় চট্টগ্রাম মেড়িকেল কলেজ হাসপাতালের আইসিওতে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। তার মৃত্যুর খবর তাক্ষনিক ছড়িয়ে পড়লে এলাকায় শোকের ছায়া নেমে আসে।
জানা যায়, কলেজ পড়ুয়া ছাত্র মৃত্যুর ঘটনায় মিশনে অংশ নেওয়া লোকজন ছাড়াও রাজনৈতিক কুশিলরা উক্ত হত্যা মামলায় শাপলাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ওসমান সরওয়ারকে জড়াতে ইতিমধ্যে মিশনে নেমেছে বলে স্থানিয় আওয়ামী লীগের নেতাকর্মীরা জানিয়েছেন।
নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, গেল নির্বাচনে পরাজিত মেম্বার প্রার্থী সরওয়ারের পরিকল্পনায় এ হামলার ঘটনাটি ঘটিয়েছে।
এলাকাবাসী বলেন, উপজেলার শাপলাপুর উনিয়নের নয়া পাড়া গ্রামের আহত মেহেদী হাসান মিরাজ ও একই এলাকার শাহেদের সাথে গেল ইউনিয়ন পরিষদ নির্বাচন নিয়ে পছন্দের মেম্বার প্রার্থীদের ভোটার বিষয়ে নিয়ে আলাপ চলছিল ২ জন সহপাঠির মধ্যে এক পর্যায়ে কথা-কাটাকাটির জের ধরে বিষয়টি সংর্ঘষের রূপ নেয় এতে উভয় পক্ষের ২ জন আহত হয়।
এ বিষয়ে মহেশখালী থানার ওসি প্রভাষ চন্দ্র ধর বলেন, যতটুকু জানতে পেরেছি হামলায় ঘটনায় একজন যুবক চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে বলে শুনেছি। অভিযোগ পাওয়া গেলে সংশ্লিষ্ট আইনে ব্যবস্থা নেওয়া হবে।