সিঙ্গাপুরে যেসব অভিবাসী শ্রমিকরা করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন তাদেরকে সুপারস্টার ক্রুস শিপ এবং জেন্টিং ক্রুস লাইন এই দুইটি জাহাজে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এরই মধ্যে জাহাজ দুইটির নিরাপত্তা খতিয়ে দেখা হয়েছে।
সিঙ্গাপুরে করোনা আক্রান্তদের শতকরা ৮৫ ভাগ অভিবাসী শ্রমিক। তাদের সবাই অস্বাস্থ্যকর ডরমেটরিতে গাদাগাদি করে বসবাস করে। এরই মধ্যে গেল সোমবার সিঙ্গাপুরের জাতীয় উন্নয়ন মন্ত্রী সুস্থ হয়ে ওঠা শ্রমিকদের আলাদা রাখার পরিকল্পনার কথা জানান।
এর আগে সিঙ্গাপুর ট্যুরিজম বোর্ড জানায়, জাহাজগুলোর কক্ষ এমনভাবে বানানো হয়েছে যেনো এক ঘর থেকে আরেক ঘরের নিরাপদ দূরত্ব বজায় থাকে। এছাড়া জাহাজটির আলো বাতাস, নিরাপত্তা ব্যবস্থা , সংক্রমণ নিয়ন্ত্রণ ব্যবস্থার প্রতিও জোর দেওয়া হয়েছে। দুইটি জাহাজে একসাথে দুই হাজারের বেশি শ্রমিকের জায়গা দেওয়া যাবে।
জেন্টি ক্রুস লাইন কতৃপক্ষ বলছে, জাহাজে ওঠার সময় কর্মীদের স্বাস্থ্য ও কল্যাণকে সমুন্নত রাখার সর্বাত্মক চেষ্টা করা হবে। সিঙ্গাপুরে এখন পর্যন্ত ১৬ হাজার ১৬৯ জন করোনায় আক্রান্ত হয়েছে এর মধ্যে অধিকাংশই অভিবাসী শ্রমিক।