কক্সবাজারের পরিবেশের অতীত, বর্তমান ও ভবিষ্যত কর্মপন্থা নিয়ে প্রকাশিত ম্যাগাজিন 'প্রকৃতি'র মোড়ক উন্মোচন হয়েছে।
আজ বৃহস্পতিবার (২৩ শে জানুয়ারি) দুপুরে ম্যাগাজিনটির মোড়ক উন্মোচন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান লে.কর্ণেল (অব.) ফোরকান আহমদ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ আশরাফুল আফসার, বেলা'র প্রধান নির্বাহী সৈয়দা রিজওয়ানা হাসান, কক্সবাজার প্রেস ক্লাবের সভাপতি মাহবুবর রহমান, পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তা মাহবুবুল ইসলাম, প্রকৃতির সম্পাদক ও সাংবাদিক ইউনিয়ন কক্সবাজারের সাধারণ সম্পাদক আনছার হোসেন, প্রকাশক ও ইয়েস এর প্রধান নির্বাহী ইব্রাহিম খলিল উল্লাহ মামুন।
জাতীয় পর্যায়ের লেখকদের লেখায় অসাধারণ তথ্য সমৃদ্ধ বইটি প্রকাশ করেছে ইয়ুথ এনভায়রনমেন্ট সোসাইটি (ইয়েস) কক্সবাজার।