সমুদ্রের তীরে সূর্য উদয় বা অস্ত যাওয়ার দৃশ্য আমরা অনেকেই দেখেছি। কিন্তু গোল সূর্যের বদলে লাল রঙের দুটো শিং আকাশ ফুঁড়ে উঠতে দেখেছে এমন মানুষ খুব কমই পাওয়া যাবে। সম্প্রতি এমন একটা দৃশ্যের সাক্ষী হয়েছে কাতারের আল ওয়াকরাহের কিছু বাসিন্দা। আর সেই দৃশ্যের একটি ছবি ভাইরাল হয়েছে নেট দুনিয়ায়।
ছবিটা দেখলে মনে হবে, কোনো লাল শয়তানের দুটো শিং ভেসে উঠছে। সূর্যকে দিগন্তে এমনভাবে ভেসে ওঠার দৃশ্য সব সময় দেখা যায় না। এটি আসলে সেই বিরল সূর্যগ্রহণের দৃশ্য। ডিসেম্বরের ২৬ তারিখে কাতারের আল ওয়াকরাহে সূর্যগ্রহণের ওই বিরল দৃশ্যকে ক্যামেরাবন্দি করেছেন ফটোগ্রাফার ইলিয়াস চেজিওটিস।
এ ধরনের মরীচিকার মতো দৃশ্যকে বলা হয় ফ্যাটা মরগানা। বায়ুস্তরের মধ্য দিয়ে আলো প্রবাহের সময় বিচ্ছুরণ ঘটে এমনটা হতে পারে। কিংবদন্তি জাদুকর মরগান লি ফের নামানুসারে এমন দৃশ্যের নাম দেওয়া হয়েছে আর্থুরিয়ান। লোকগাথায় আছে, এমন মরীচিকাময় রূপকথার প্রাসাদ তৈরি করত সেই জাদুকর, যা কিনা নাবিকদের পথ ভুলিয়ে মৃত্যুর দিকে ধাবিত করে।