Bootstrap Image Preview
ঢাকা, ১৯ রবিবার, জানুয়ারী ২০২৫ | ৬ মাঘ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

বাণিজ্য মেলায় স্টলে লাগা আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস

রাজধানীর আগারগাঁওয়ে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় ফ্রুটিকার স্টলে লাগা আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট প্রায় ৩০ মিনিট চেষ্টা করে বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে।

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৯ জানুয়ারী ২০২০, ১০:১৬ PM
আপডেট: ০৯ জানুয়ারী ২০২০, ১০:১৬ PM

bdmorning Image Preview
বাণিজ্য মেলায় আগুণ


রাজধানীর আগারগাঁওয়ে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় ফ্রুটিকার স্টলে লাগা আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট প্রায় ৩০ মিনিট চেষ্টা করে বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিস সদর দফতর কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রায়হান বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, আগুন লাগার প্রাথমিক কারণ এখনো জানা যায়নি। ফায়ারকর্মীরা ডাম্পিংয়ের কাজ করছেন। এরপর ক্ষয়ক্ষতি নিরূপণ করা হবে।

এদিকে যখন আগুন লাগে তখন ফ্রুটিকার স্টলের পাশে ব্রাদার্স ফার্নিচার্সের প্যাভিলিয়নসহ আশপাশের দোকানগুলো থেকে মালামাল সরিয়ে ফেলেছেন ব্যবসায়ীরা।

ফায়ার সার্ভিসের কর্মীরা স্টলের চারদিক থেকে আগুন নিয়ন্ত্রণের কাজ করেন। ডুপ্লেক্স প্যাভিলিয়নের দোতলা থেকে দুজনকে অক্ষতভাবে উদ্ধার করা হয়েছে। এছাড়া স্টলের পাশে একটি অ্যাম্বুলেন্স প্রস্তুত রাখা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা আগুনের সময় ভেতরে ছোট ছোট কয়েকটি বিস্ফোরণের শব্দ পেয়েছেন বলে জানা যায়।

Bootstrap Image Preview