১৯ বছরের চেষ্টায় বিচিহীন লিচুর উদ্ভাবন করেছেন অস্ট্রেলিয়ার নর্থ কুইন্সল্যান্ডের এক কৃষক। এই প্রকল্পে ৫ হাজার মার্কিন ডলার ব্যয় হয়েছে। যা বাংলাদেশি মুদ্রায় প্রায় সাড়ে ৪ লাখ টাকা।
আন্তর্জাতিক গণমাধ্যম ডেইলি মেইলে প্রকাশিত খবরে জানা যায়, সারিনা বিচের বাসিন্দা এই উদ্ভাবকের নাম টিবি ডিক্সন। বছরের পর বছর পরিশ্রম করে বিভিন্ন জাতের লিচু উদ্ভাবন করেন তিনি। সর্বশেষ সফলতা অনুযায়ী এই ব্যক্তি বিচি ছাড়া লিচু আবিষ্কার করেছেন।
ডিক্সন জানান, এই লিচু খুবই সুস্বাদু। খেতে কিছুটা আনারসের মতো।
তিনি আরও জানান, এই অর্জনের জন্য তাকে কঠোর পরিশ্রমের মধ্য দিয়ে যেতে হয়েছে। কিন্তু হাল ছাড়েননি তিনি। সফলতার আগ পর্যন্ত চেষ্টা করে গেছেন। বিচি ছাড়া এই লিচু বাণিজ্যিকভাবে ভোক্তাদের কাছে পরিচিতি পাবে বলে মনে করেন তিনি।