Bootstrap Image Preview
ঢাকা, ১৯ বুধবার, জুন ২০২৪ | ৪ আষাঢ় ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

সকলের উদ্দেশ্যে প্রশ্ন ছুঁড়ে দিলেন প্রভা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৫ জানুয়ারী ২০২০, ০৯:৫৮ PM
আপডেট: ০৫ জানুয়ারী ২০২০, ০৯:৫৮ PM

bdmorning Image Preview


দেশীয় টেলিভিশনের পরিচিত মুখ সাদিয়া জাহান প্রভা। ছোটপর্দায় নিয়মিত কাজ করে যাচ্ছেন তিনি। তার অভিনয়ের ভক্ত অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রিয় অভিনেত্রীকে অনুসরণ করেন। তাই প্রভাও সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সরব থেকে নিজের বিভিন্ন মতামত তুলে ধরেন।

গেলো বছরের ৩০ ডিসেম্বর নিজের ফেসবুক ওয়ালে স্ট্যাটাস দেন প্রভা। সেখানে তিনি সকলের উদ্দেশ্যে একটি প্রশ্ন ছুঁড়ে দিয়েছেন। তবে তার এই স্ট্যাটাসের পেছনে কি কারণ লুকিয়ে আছে সেটি জানা যায়নি।

প্রভা তার স্ট্যাটাসে লিখেছেন, ‘মানুষ অন্যায় করে বেঁচে যায় কেমন করে? ওদের জন্য revenge of nature নাই কেনো?’

মূলত কাকে উদ্দেশ্য করে প্রভার এমন স্ট্যাটাস সেটি পরিষ্কার নয়। হতে পারে প্রভার ব্যক্তিজীবনে ঘটে যাওয়া কোন অন্যায়ের ক্ষোভ থেকে তিনি এমন প্রশ্ন ছুঁড়ে দিয়েছেন। কিংবা সমাজের সকল ভুক্তভোগী মানুষের কথা ভেবেই তিনি এমনটি লিখেছেন।

Bootstrap Image Preview