আগামী বছরের ফেব্রুয়ারিতে দুটি টেস্ট এবং তিনটি টি-টোয়েন্টি ম্যাচের সিরিজ খেলতে পাকিস্তান সফরে যাওয়ার কথা ছিল বাংলাদেশের। তবে এই সফরে টেস্ট নয়, শুধু টি-টোয়েন্টি সিরিজ খেলতে রাজি হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
টেস্ট সিরিজের জন্য মূলত নিরপেক্ষ ভেন্যুর দাবি জানিয়েছে বিসিবি। বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামউদ্দিন চৌধুরী এরই মধ্যে বিষয়টি নিশ্চিত করেছেন। নিজামউদ্দিন আরো জানান পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সঙ্গে এই ব্যাপারে যোগাযোগ করেছে বিসিবি। বর্তমানে তাদের জবাবের অপেক্ষায় আছেন তাঁরা।
নিজামউদ্দিন বলেন, 'দেশের মাটিতে ক্রিকটে ফেরাতে আমরা সব সময়ই পাকিস্তানের পদক্ষেপের সাথে আছি। সুতরাং এই মুহুর্তে আমরা শুধুমাত্র টি-টোয়েন্টি সিরিজ খেলতে সেখানে জাতীয় দল পাঠাতে চাই। এই মুহুর্তে আমরা চাই কোন নিরপেক্ষ ভেন্যূতে দুই টেস্টের সিরিজটি অনুষ্ঠিত হোক এবং কোথায় খেলবে সে বিষয়ে সিদ্ধান্ত নিতে পারে পাকিস্তান।'
এই মুহূর্তে লম্বা সময় পাকিস্তানে থাকতে রাজি নয় বাংলাদেশ জানিয়ে নিজামউদ্দিন আরো বলেন, 'এই মুহুর্তে আমরা লম্বা সময় পাকিস্তানে থাকতে চাই না। এ ব্যপারে আমরা ইতোমধ্যেই তাদের সঙ্গে যোগাযোগ করেছি এবং এখনো যোগাযোগ হচ্ছে। তবে এখনো তাদের কাছ তেকে কোন জবাব পাইনি।’
২০০৯ সালে লাহোরে শ্রীলঙ্কা দলের ওপর সন্ত্রাসী হামলার পর পাকিস্তানের মাটিতে আন্তর্জাতিক ক্রিকেট একপ্রকার নিষিদ্ধ হয়। দীর্ঘ দশ বছর পর বর্তমানে দুটি টেস্ট সিরিজ খেলতে পাকিস্তান সফরে গেছে শ্রীলঙ্কা দল।