কেজি দরে মানুষের মল বিক্রির খবর শুনে অবাক হবেন না এমন কেউ নেই। অবাক করার মতো খবর হলেও এটিই সত্য। পৃথিবীতে কোন কিছুই ফেলনা নয়, মানুষের মলও কাজে লাগানো সম্ভব। এমনটাই প্রমাণ করেছেন কেনিয়ার ছোট্ট কাউন্টি নাকুরুর একটি কোম্পানি।
মানুষের মল দিয়ে রান্নার জ্বালানি তৈরি করে তাক লাগিয়ে দিয়েছেন তারা। নাকুরু ওয়াটার অ্যান্ড স্যানিটেশন সার্ভিসেস কোম্পানি মলকে শুকিয়ে, পুড়িয়ে তাকে কার্বনে পরিণত করে জ্বালানি-বল তৈরি করছে। তা বিক্রি হচ্ছে কিলো দরে।
নাকুরুর মাত্র এক চতুর্থাংশ বাসিন্দার বাড়ি নিকাশি ব্যবস্থার সঙ্গে যুক্ত। বাকিরা যেখানে সেখানে মল ত্যাগ করেন। বেশির ভাগই নর্দমাতে। তখনই এই সংস্থা সেপটিক ট্যাঙ্ক ও খাটা পায়খানা থেকে মল সংগ্রহের কাজ শুরু করে। সেই সংগৃহীত মল ট্রাকে করে বর্জ্য পানি পরিশোধন প্লান্টে নিয়ে ফেলা হয়। সেখানেই এই জ্বালানি-বল তৈরি করে কোম্পানিটি।
তবে নারুকুর প্রশাসনিক কর্তারা স্বীকার করে নিয়েছেন মানুষের মলের জ্বালানি ব্যবহার করাতে অনেকেরই আপত্তি ছিল। তবে ধীরে ধীরে এটি ব্যবহার করা শুরু করেছেন বাসিন্দারা।
গ্রেস ওয়াকা নামের এক ব্যবসায়ী জানান, ‘এই জ্বালানিতে কোনো গন্ধ নেই। রান্নাও ভালো হয়। আগুনও অনেকক্ষণ জ্বলে। রান্নাও তাড়াতাড়ি হয়।’
নাকুরু ওয়াটার অ্যান্ড স্যানিটেশন সার্ভিসেস কোম্পানির মুখপাত্রের দাবি, এই জ্বালানি কয়লা, পেট্রোলের থেকে অনেক পরিবেশবান্ধব ও এই প্রক্রিয়ায় মানুষের মলকে ব্যবহার করায় এলাকাকে জীবানু মুক্তও রাখা যায়। এদিকে অনেক স্থানীয় মানুষের কর্মসংস্থান হচ্ছে বলেও দাবি করেছে সংস্থাটি।