চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় বিদ্যুৎস্পৃষ্টে এক বছরের শিশুর মৃত্যু হয়েছে। উপজেলার কয়রাডাঙ্গা গ্রামে ওই দুর্ঘটনা ঘটে। শিশুটির নাম রাজু আহমেদ.
শনিবার (১৪ ডিসেম্বর) সাড়ে ১২টার দিকে এই দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, সকালে কয়রাডাঙ্গা গ্রামের ক্লাবপাড়ার ইমরান হোসেনের স্ত্রী রুমী খাতুন রান্না করছিলেন। এ সময় অসাবধানতা বসত রান্না ঘরে আগুন লেগে যায়। পুড়ে যায় রান্না ঘরে দেওয়া বিদ্যুতের তার। পরে শিশু রাজুকে নিয়ে তার মা দ্রুত রান্না ঘর থেকে বের হতে গেলে বিদ্যুতের তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয় রাজু।
তাকে উদ্ধার করে দ্রুত সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে চুয়াডাঙ্গা ফায়ার সার্ভিস।
আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আশিকুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।