নোয়াখালীর সদরে মাদকদ্রব্য সেবনকালে নোয়াখালী জেলা পরিষদের ৯নং ওয়ার্ডের সদস্যসহ ৪জনকে আটক করে ডিবি পুলিশ।বুধবার রাতে নোয়াখালী পৌরসভার সোনাপুর এলাকার জেলা পরিষদের ডাক বাংলো থেকে ডিবি পুলিশ তাদের গ্রেফতার করে।
গ্রেফাতারকৃত মো.কামাল উদ্দিন ওরফে সিএনজি কামাল (৪৫) নোয়াখালী পৌরসভার ৯ং ওয়ার্ডের পশ্চিম বদরীপুর গ্রামের মৃত আমির আলীর ছেলে।
এ বিষয়ে জেলা গোয়েন্দা পুলিশের ওসি কামারুজ্জামান সিকদার বলেন, মাদক সেবনকালে কামালসহ ৪জনকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।