Bootstrap Image Preview
ঢাকা, ০৯ সোমবার, সেপ্টেম্বার ২০২৪ | ২৫ ভাদ্র ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

নোয়াখালীতে ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ১

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২ ডিসেম্বর ২০১৯, ১০:০৭ PM
আপডেট: ১২ ডিসেম্বর ২০১৯, ১০:০৭ PM

bdmorning Image Preview


নোয়াখালীতে সদর উপজেলায় যাত্রীবাহী সিএনজি ও ট্রাকের মুখোমুখি সংষর্ষে ২ জন নিহত হয়েছে। এ দুর্ঘটনার আরো একজন এক সিএনজি যাত্রী গুরুত্বর আহত অবস্থায় হাসাতালে চিকিৎসাধীন রয়েছে।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) গভীর রাতে উপজেলার অশদিয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডের ওয়াপদা পোল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন, সদর উপজেলার আইয়ুবপুর গ্রামের আবুল কালামের ছেলে মো. রিপন ও একই গ্রামের আলমগীর হোসেনের ছেলে জাবেদ হোসেন। আহত নাঈম নোয়াখালী পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের আবদুল মান্নানের ছেলে।   

স্থানীয় ইউপি সদস্য রেয়াজ উদ্দিন জানান, পাশবর্তী কবিরহাট উপজেলা থেকে একটি যাত্রীবাহী সিএনজি সোনাপুর যাওয়ার পথে একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। পরে স্থানীয় এলাকাবাসী গুরুত্বর আহত অবস্থায় ৩জনকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ২জনকে মৃত ঘোষণা করে।

নোয়াখালী সদর হাসপাতালের আরএমও ডা.সৈয়দ মহি উদ্দিন আবদুল আজিম বলেনদুর্ঘটনায় এ পর্যন্ত ২জনের মৃত্যু হয়েছে। আরো এক সিএনজি যাত্রী আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছে। তবে তিনি তাৎক্ষণিক কোন নিহতের পরিচয় জানাতে পারেনি।

Bootstrap Image Preview