Bootstrap Image Preview
ঢাকা, ১৮ বুধবার, সেপ্টেম্বার ২০২৪ | ২ আশ্বিন ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

বিদ্যালয়ের মাটি দিয়ে নিজ জমি ভরাট করায় বরখাস্ত প্রধান শিক্ষক

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১১ ডিসেম্বর ২০১৯, ০৯:৫৪ PM
আপডেট: ১১ ডিসেম্বর ২০১৯, ০৯:৫৪ PM

bdmorning Image Preview
সংগৃহীত


বিদ্যালয়ের মাঠের মাটি কেটে নিজ জায়গা ভরাট করার অপরাধে প্রধান শিক্ষক হাফিজুর রহমানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. শহীদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার কুরুষা ফেরুষা খন্দকার পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাফিজুর রহমানের বিরুদ্ধে অভিযোগ ছিলো তিনি স্কুলের মাটি কেটে নিজ জায়গা ভরাট করছেন।

কুড়িগ্রাম জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. শহীদুল ইসলাম জানান, প্রাথমিক তদন্ত করে অভিযুক্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাওয়া গেছে। বিদ্যালয় মাঠের মাটি কেটে নিয়ে যাওয়াসহ তার বিরুদ্ধে সরকারি নির্দেশ না মানার প্রমাণ পাওয়া গেছে।

তিনি আরও জানান, ঐ শিক্ষকের বিরুদ্ধে অতি দ্রুত বিভাগীয় মামলাও করা হচ্ছে। তারপরই পুনরায় বিভাগীয় তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, ফুলবাড়ি উপজেলার খন্দকার পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাফিজুর বিরুদ্ধে মাঠের মাটি কেটে নিয়ে যাওয়ার অভিযোগসহ গাছের ডালও কেটে নেয়ার অভিযোগ করেন স্থানীয়রা।

Bootstrap Image Preview