Bootstrap Image Preview
ঢাকা, ০৯ সোমবার, সেপ্টেম্বার ২০২৪ | ২৫ ভাদ্র ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

রাঙামাটিতে শুরু হয়েছে ৪৫ টাকায় পিয়াজ বিক্রি  

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১০ ডিসেম্বর ২০১৯, ০৬:২৫ PM
আপডেট: ১০ ডিসেম্বর ২০১৯, ০৬:২৫ PM

bdmorning Image Preview
সংগৃহীত


ব্যপক চাহিদার কারণে দুর্ভোগ কমাতে রাঙামাটিতে শুরু হয়েছে ৪৫ টাকায় পিয়াজ বিক্রির কার্যক্রম।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) দুপুর ১২টায় শহরের রিজার্ভ বাজার এলাকায় ভ্রাম্যমাণ গাড়িতে পিয়াজ বিক্রির কার্যক্রমের উদ্বোধন করেন রাঙামাটি অতিরিক্তি জেলা প্রশাসক এস এম শফি কামাল।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সারা দেশের মত রাঙামাটিতেও পিয়াজের বাজারে প্রভাব পরে। বেশি দাম, চাহিদা অনেক, রয়েছে পর্যাপ্ত পিয়াজের ঘাটতি। তাই সুযোগ বুঝে এক শ্রেণির অসাধু ব্যবসায়ী পিয়াজের বাজার অস্তিতিশীল করে তুলেছে। এতে বেড়েছে সাধারণ মানুষের ভোগান্তি।

বর্তমান বাজারে দেশি পিয়াজ বিক্রি হচ্ছে- কেজি প্রতি ১৮০ থেকে ২০০ টাকায়। এছাড়া তুরস্কের বড় পেঁয়াজ প্রতি কেজি বিক্রি হচ্ছে ১৪৫ থেকে ১৬০ টাকা পর্যন্ত। যা সাধারণ ক্রেতাদের নাগালের বাইরে।
তাই রাঙামাটিবাসির পিয়াজের দুর্ভোগ কমাতে রাঙামাটি জেলা প্রশাসন বিশেষ উদ্যোগ গ্রহণ করেছেন।

এ ব্যাপারে রাঙামাটি অতিরিক্তি জেলা প্রশাসক এস এম শফি কামাল বলেছেন, রাঙামাটি জেলা প্রশাসনের উদ্যোগে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) মাধ্যমে রাঙামাটি শহরের চারটি বাজারে কেজিপ্রতি ৪৫ টাকায় পিয়াজ বিক্রি কার্যক্রম শুরু হয়েছে। মানুষের চাহিদা অনুযায়ী পিয়াজ সংগ্রহ করতে পারবে। তবে একজন ব্যক্তি ২ কেজির অধিক পিয়াজ ক্রয় করতে পারবে না। আপাতত ১০ মেট্টিক টন পেঁয়াজ আনা হয়েছে। চট্টগ্রাম থেকে এ পেঁয়াজ সরবারহ করা হচ্ছে। রাঙামাটির সাত লাইসেন্সভুক্ত ব্যবসায়ীকে দশ মেট্টিক টন পিয়াজ দেওয়া হচ্ছে।

Bootstrap Image Preview