২০১৭ সালে যৌথভাবে বিবাহবিচ্ছেদের ঘোষণা দেন তাহসান-মিথিলা। বিবাহবিচ্ছেদের পর থেকে মিথিলার প্রেম, নতুন সম্পর্ক এবং শেষ পর্যন্ত কলকাতার জনপ্রিয় নির্মাতা সৃজিত মুখার্জির সঙ্গে বিয়ের খবর পাওয়া গেলেও তাহসানের ক্ষেত্রে পুরোটাই ব্যতিক্রম।
তবে সম্প্রতি গণমাধ্যমকে তাহসান জানালেন, পরিবার থেকে তার বিয়ের জন্য প্রেশার দিচ্ছে। তিনি তার বাবা মাকে পাত্রী দেখতে বলেছেন।
সম্প্রতি তাহসানের ‘আনমনে’ শিরোনামের একটি গান প্রকাশিত হয়। অনুষ্ঠানে তিনি মুখোমুখি হন সাংবাদিকদের সাথে।
জীবনটাকে নতুন করে সাজানোর ইচ্ছে আছে কিনা-সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তাহসান বলেন, অবশ্যই, জীবন সাজাতে হবে। তবে এটা সৃষ্টিকর্তাই ঠিক করবেন। আর পরিবারের চাপ আছে। বাবা-মা অনেকদিন ধরেই বিয়ের জন্য প্রেশার দিচ্ছেন। আমি বলেছি, তোমাদের দেখার কাজ, তোমরা পাত্রী দেখো।
তবে নতুন বিয়ে সম্পর্কে তাহসান বলেন, যদি বিয়ে হয় তবে আমার ব্যক্তিগত জীবন আর কখনো প্রকাশ করবো না। যে নতুন করে আমার জীবনে আসবে তার প্রাইভেসিটাও গুরুত্বপূর্ণ। পাবলিক জানলেই, আমার নতুন বউ নিয়ে আবার ফেসবুক-ইউটিউবে নতুন গসিপ শুরু হবে! তাই যা কিছু করি না কেন সবকিছুই গোপন থাকবে।