পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় বাসচাপায় অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও দুজন।
ভোর সাড়ে ৬টার দিকে উপজেলার মুসল্লিবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি।
মঠবাড়িয়া থানার ওসি মাসুদুজ্জামান জানান, ভোর সাড়ে ৬টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা ঈগল পরিবহনের একটি বাস মঠবাড়িয়া যাচ্ছিল। পথে উপজেলার মুসল্লিবাড়ি এলাকায় বাসটি একটি অটোরিকশাকে চাপা দেয়।
এতে ঘটনাস্থলেই তিন অটোরিকশাযাত্রীর মৃত্যু হয়। এ সময় আরও দুই যাত্রী গুরুতর আহত হন।
আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।