Bootstrap Image Preview
ঢাকা, ০৭ শনিবার, ডিসেম্বার ২০২৪ | ২৩ অগ্রহায়ণ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

স্ত্রীকে কুপিয়ে হত্যার পর গলায় দড়ি দিলেন স্বামী

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৮ ডিসেম্বর ২০১৯, ১০:৪২ AM
আপডেট: ০৮ ডিসেম্বর ২০১৯, ১০:৪২ AM

bdmorning Image Preview


সাতক্ষীরায় স্ত্রীকে কুপিয়ে হত্যার পর গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছেন স্বামী। জেলা শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের কাগুচিপাড়ায় এ ঘটনায় ঘটে শনিবার গভীর রাতে।

নিহত সোনা বিবি শ্যামনগর উপজেলার কালিঞ্চি গ্রামের সিরাজ গাজীর মেয়ে ও স্বামী মান্নান গাজী কাগুচিপাড়া গ্রামের মৃত সোহরাব গাজীর ছেলে।

স্থানীয়রা জানান, শনিবার সন্ধ্যায় সোনা বিবি ও মান্নানের মধ্যে ঝগড়া হয়। এরই জের ধরে স্বামী রাতে ধারালো অস্ত্র দিয়ে স্ত্রীকে কুপিয়ে হত্যা করে। স্ত্রী গায়ে ঘাড়ে গলায় পিটে পায়ে জখমের চিহ্ন আছে। এরপর নিজ বাড়ির পাশে গাছে ঝুলন্ত অবস্থায় মান্নানের লাশ উদ্ধার করা হয়। তাদের দুটি ছেলে সন্তান রয়েছে।

শ্যামনগর থানার (ওসি) তদন্ত ইয়াছিন আলম জানান, স্থানীয়দের দেয়া খবরের ভিত্তিতে পুলিশ নিহত স্ত্রী সোনা বিবি ও স্বামী মান্নান গাজীর লাশ উদ্ধার করেছে। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে স্বামী স্ত্রী বিরোধের কারণে এমন ঘটনা ঘটেছে।

Bootstrap Image Preview