Bootstrap Image Preview
ঢাকা, ০৯ সোমবার, সেপ্টেম্বার ২০২৪ | ২৫ ভাদ্র ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

নোয়াখালীর কবিরহাটে মোটরসাইকেলের ধাক্কায় নিহত ১

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৭ ডিসেম্বর ২০১৯, ০৮:১৭ PM
আপডেট: ০৭ ডিসেম্বর ২০১৯, ০৮:১৭ PM

bdmorning Image Preview


নোয়াখালীর কবিরহাট উপজেলায় মোটরসাইকেলের ধাক্কায় আবু তাহের (৬২) নামের এক পথচারী নিহত হয়েছেন।

শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে এ দূর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তি কবিরহাট পৌরসভার জৈনদপুর গ্রামের আবু তাহের।

স্থানীয় সূত্রে জানা গেছে,গভীর রাতে কবিরহাট বাজার থেকে বাড়ী যাচ্ছিলেন নবারুণ সমবায় সমিতি অফিসের পিয়ন আবু তাহের। পরে তিনি কবিরহাট-সোনাপুর সড়কের কবিরহাট সিনেমা হলের সামনে পৌঁছে রাস্তার পার হওয়ার সময় একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দিলে তিনি গুরুত্বর আহত হন।

পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।কবিরহাট থানার ওসি মির্জা মোহাম্মদ হাছান সড়ক দূর্ঘটনায় পথচারী নিহতে খবরটি নিশ্চিত করেন।

Bootstrap Image Preview