Bootstrap Image Preview
ঢাকা, ০৯ সোমবার, সেপ্টেম্বার ২০২৪ | ২৫ ভাদ্র ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

দুপ্রক কোম্পানীগঞ্জের উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

কোম্পানীগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ০৫ ডিসেম্বর ২০১৯, ১০:৫১ PM
আপডেট: ০৫ ডিসেম্বর ২০১৯, ১০:৫১ PM

bdmorning Image Preview


নোয়াখালীর কোম্পানীগঞ্জে দূর্নীতি প্রতিরোধ কমিটির(দুপ্রক) উদ্যোগে হতদরিদ্র, গৃহহীন ও শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) সকাল ৯ টায় কোম্পানীগঞ্জ উপজেলার ১৩ নং স্লুইজ গেট এলাকায় ক্যাম্পেইনটি অনুষ্ঠিত হয়।

এসময় বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা ভাইস-চেয়ারম্যান আজম পাশা চৌধুরী রুমেল। এছাড়াও উপস্থিত ছিলেন দুপ্রক সাধারণ সম্পাদক তাজ উদ্দিন শাহীন, দুপ্রক সদস্য মোহাম্মদ শাহজাহান, আশরাফুল আলম লিংকন, ডাক্তার ইবরাহিম সিরাজী, মোহাম্মদ সোহেল, মোহাম্মদ রিপন, হেলাল আরেফিন প্রমুখ।

এসময় শীতার্ত মানুষদের কাছে তাদের অনুভূতি জানতে চাইলে তারা বলেন, আমরা সত্যিই আজ অনেক অনেক আনন্দিত। আমরা কোনো রকম কৃষি কাজ করে পরিবার চালাই। ঘর ভাঙ্গা হওয়ায় রাতে শীতের বাতাসে খুব কষ্ট করে কাটাতে হয়। বাচ্চাদের মুখের দিকে তাকানো যায়না। আমরা দুপ্রক পরিবারের কাছে কৃতজ্ঞ। এটার সাথে জড়িত সকলের জন্য দোয়া রইলো।

এদিকে কম্বল পাওয়া বৃদ্ধা শরিফা খাতুন (৭০) এর কাছে অনুভূতি জানতে চাইলে তিনি বলেন, বাবা রে আমি ভিক্ষা করে খাই। আজ খুশি এ কম্বল পেয়ে। শীতকাল মোটামুটি ভালো কাটবে। রাতে বাতাসে হাত পা অনেকটা অবশ হয়ে যায়।

বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথি ভাইস-চেয়ারম্যান আজম পাশা চৌধুরী রুমেল বলেন, আমরা যারা শীতে ভালো শীত বস্ত্র গায়ে দেই তারা এরকম চরাঞ্চলের নদী ভাঙ্গা, দুঃখ দুর্দশায় জর্জরিত মানুষদের কথাও ভাবা উচিত। আর সে ভাবনা থেকে দুপ্রক যে কার্যক্রম চালিয়ে যাচ্ছে তা অনেক গুরুত্বপূর্ণ। দুপ্রকের এ উপহারে তাদের শীতের কষ্ট কিছুটা হলেও লাঘব হবে।

দুপ্রক কোম্পানীগঞ্জ শাখার সাধারণ সম্পাদক তাজ উদ্দিন শাহীন জানায়, দুপ্রক পরিবারের সদস্য ও সচেতন ব্যক্তিবর্গের অনুদানে দুপ্রক কোম্পানীগঞ্জ শাখার উদ্যোগে ১০০০ কম্বল হতদরিদ্র, অসহায়, দুস্থ্, গৃহহীন মানুষের মাঝে বিতরণের লক্ষ্যে হতদরিদ্র মানুষদের চিহ্নিত করে বিতরণ করা হচ্ছে।

 

Bootstrap Image Preview