Bootstrap Image Preview
ঢাকা, ০৯ সোমবার, সেপ্টেম্বার ২০২৪ | ২৫ ভাদ্র ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

মাটিরাঙ্গায় পার্বত্য শান্তিচুক্তির বর্ষপূর্তি উদযাপিত

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০২ ডিসেম্বর ২০১৯, ০৮:০৮ PM
আপডেট: ০২ ডিসেম্বর ২০১৯, ০৮:১১ PM

bdmorning Image Preview
মাটিরাঙ্গায় পার্বত্য শান্তিচুক্তির ২২ বছর পূর্তি উদযাপিত। ছবিঃ নিজস্ব প্রতিবেদক


বর্ণাঢ্য র‍্যালি ও নানা আয়োজনের মধ্যে দিয়ে মাটিরাঙ্গায় পার্বত্য শান্তিচুক্তির ২২ বছর পূর্তি উদযাপিত হয়।

সোমবার ২ (ডিসেম্বর) বেলা ৯ ঘটিকায় মাটিরাঙ্গা উপজেলা প্রশাসন ও মাটিরাঙ্গা সেনা জোনের যৌথ আয়োজনে,অত্র জোন অধিনায়ক লেঃ কর্ণেল মোহাম্মদ নওরোজ নিকোশিয়ার পিএসসি.জি'র নেতৃত্বে সর্বস্তরের পাহাড়ি-বাঙ্গালী,রাজনৈতিক নেতৃবৃন্দ,বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক,শিক্ষার্থী বৃন্দের অংশগ্রহনে একটি শান্তি র‍্যালি মাটিরাঙ্গা পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠ থেকে শুরু হয়ে মাটিরাঙ্গা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এসে শেষ হয়।

র‍্যালি শেষে মাটিরাঙ্গা মডেল প্রাথমিক বিদ্যালয়ের মাঠে আলোচনা সভায় বক্তব্যে প্রদান করেন,মাটিরাঙ্গা সেনা জোনের অধিনায়ক লেঃ কর্ণেল মোহাম্মদ নওরোজ নিকোশিয়ার,মাটিরাঙ্গা থানার সহকারি সিনিয়র সার্কেল মো.খোরশেদ আলম,মাটিরাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো.রফিকুল ইসলাম,মাটিরাঙ্গায় পৌরসভার মেয়র মো.সামছুল হক,মাটিরাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সভাপতি এম হুমায়ুন মোর্শেদ খাঁন।

পার্বত্য শান্তিচুক্তি বাস্তবায়নের ফলে পাহাড়ে শান্তি ফিরে এসেছে উল্লেখ করে লেঃ কর্ণেল মোহাম্মদ নওরোজ নিকোশিয়ার বলেন,শান্তিচুক্তির বাস্তবায়নের ফলে পাহাড়ে শান্তি ফিরে এসেছে,এ পর্যন্ত পাহাড়ে যত উন্নতি হয়েছে শুধুমাত্র শান্তিচুক্তি বাস্তবায়নের ফলে এসব সম্ভব হয়েছে। চুক্তির বেশির ভাগ ধারাই বাস্তবায়িত হয়েছে শ্রীঘ্রই অন্যান্য চুক্তিগুলো বাস্তবায়িত হবে বলে তিনি আশাবাদ ব্যাক্ত করেন,পার্বত্য চট্রগ্রামে পাহাড়ি-বাঙ্গালী সহ অবস্থান করার জন্য সেনাবাহিনী কাজ করে যাচ্ছে,একটি ক্ষুদ্র গোষ্ঠী এ চুক্তির বিরোধীতা করে পাহাড়ে অস্থিতিশীল সৃষ্টি করছে,এদের অসৎ উদ্দ্যেশ্য কে প্রতিহত করা হবে।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে মাটিরাঙ্গা সেনা জোনের জোনাল ষ্টাফ অফিসার মেজর আরেফিন মোহাম্মদ শাকিল,মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ মো.সামসুদ্দিন ভুঁইয়া,মাটিরাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সুবাস চাকমা,মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা বেগম,ভাইস চেয়ারম্যান মো.আনিসুজ্জামান ডালিম,মাটিরাঙ্গা প্রেস ক্লাবের সভাপতি এম জাহাঙ্গীর আলম,মাটিরাঙ্গা সদর ইউনিয়নের চেয়ারম্যান হিরণজয় ত্রিপুরা জনপ্রতিনিধি,সাংবাদিক,বিভিন্ন শ্রেণি পেশার লোকজন সহ অনেকে উপস্থিত ছিলেন।

এর আগে পায়রা ও বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। শান্তি র‍্যালি ও আলোচনা সভা শেষে চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরষ্কার তুলে দেন অত্র জোনের অধিনায়ক লেঃ কর্ণেল নওরোজ নিকোশিয়ার পিএসসি.জি।

Bootstrap Image Preview