নোয়াখালী হাতিয়ার গুল্লাখালি খাল থেকে পাঁচটি ধারালো দেশীয় অস্ত্রসহ ডাকাতির প্রস্তুতিকালে এক জলদস্যু আটক করে হাতিয়া কোস্টগার্ড।
হাতিয়া কোস্ট গার্ডের সূত্রে জানা যায়, জলদস্যু জামাল এর নেতৃত্বে একদল ডাকাত হাতিয়া গুল্লাখালিতে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। আমরা গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ডাকাত সর্দার মো. জামালকে (৪৫) পাঁচটি দেশীয় অস্ত্রসহ আটক করে এ সময় তার অন্য সহযোগীরা পালিয়ে যায়। রবিবার গভীর রাতে তাদেরকে গুল্লাখালী থেকে আটক করে।
এ বিষয়ে হাতিয়া কোস্টগার্ডের উপ-পরিদর্শক ফারুক আহমেদ জানান, জামাল তার বাহিনী নিয়ে দীর্ঘদিন ধরে হাতিয়ায় নদীতে তারা ডাকাতি করে আসছে পরে গুলিয়াখালি ডাকাতির প্রস্তুতি নিলে আমরা গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করে থানায় প্রেরণ করি।