নোয়াখালী জেলা শহরের সেটেলমেন্ট অফিস থেকে ৫ দালালকে আটক করেছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (২ডিসেম্বর) বিকেলের দিকে নোয়াখালী জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. রোকনুজ্জামান ও দুদকের জেলা কার্যালয় নোয়াখালীর সহকারী পরিচালক মো. সুবেল আহম্মেদ যৌথভাবে এ অভিযান পরিচালনা করে। অভিযান পরিচালনার সময় তাদের আটক করে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করা হয়।
দণ্ডপ্রাপ্তরা হচ্ছেন, নোয়াখালী সদর উপজেলার লক্ষীনারায়ণপুর এলাকার মো.আবদুর রহীম (৪৭), মনির হোসেন (৩৮), সাইফুল ইসলাম (৪৫), বাবুল মিয়া (৫৫), নুরুল ইসলাম (৩৯)। এ সময় নুর হোসেন নামে একজনকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়।
দুদকের জেলা কার্যালয় নোয়াখালীর সহকারী পরিচালক মো. সুবেল আহম্মেদ বিষয়টি নিশ্চিত করেছেন। এ সময় আদালত পরিচালনায় সহযোগিতা করেন, সুধারাম মডেল থানার পুলিশ।