Bootstrap Image Preview
ঢাকা, ০৪ বুধবার, ডিসেম্বার ২০২৪ | ২০ অগ্রহায়ণ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

জমি সংক্রান্ত বিরোধে প্রাণ গেল দুই ভাইয়ের

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ৩০ নভেম্বর ২০১৯, ০৭:২৫ PM
আপডেট: ৩০ নভেম্বর ২০১৯, ০৭:২৫ PM

bdmorning Image Preview
প্রতীকী ছবি


জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় জমি সংক্রান্ত বিরোধে দুই ভাই নিহত হয়েছেন। এছাড়াও আরও দুইজন গুরুতর আহত হয়েছেন।  

শুক্রবার (২৯ নভেম্বর) দিবাগত রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ইউসুফ আলী (৪০) ও আব্দুল জলিল (৩৫)। তারা উপজেলার চর আমখাওয়া ইউনিয়নের সানন্দবাড়ী গ্রামের হাজী হারান আলীর ছেলে।

জানা যায়, দেওয়ানগঞ্জ উপজেলার সানন্দবাড়ী দক্ষিণ লম্বাপাড়া গ্রামের মৃত ইউনুস আলীর দুই ছেলে হাজী হারান আলী ও সাবেক ইউপি সদস্য জাকির হোসেনের মধ্যে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল।

শুক্রবার সকালে সানন্দবাড়ী বাসস্ট্যান্ড এলাকায় হাজী হারান আলীর লোকজন জমিতে ঘর তুলতে গেলে জাকির হোসেনের লোকজন অতর্কিত হামলা চালায়।

ওই হামলায় হাজী হারান আলী(৭৫) ও তার দুই ছেলে ইউসুফ (৪০), আব্দুল জলিল (৩৫), নাতি রিপন (১৫) গুরুতরভাবে আহত হন।

আহতদের উদ্ধার করে এলাকাবাসী প্রথমে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। সেখানে ইউসুফ ও আব্দুল জলিলের অবস্থার অবনতি হলে দু’জনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে শনিবার সকালে ইউসুফ ও আব্দুল জলিল চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

সানন্দবাড়ী ফাঁড়ি থানার তদন্ত কর্মকর্তা আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। এ ঘটনায় দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমএম মইনুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন। এ বিষয়ে একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Bootstrap Image Preview