নোয়াখালীর কোম্পানীগঞ্জে একটি খেলার মাঠে পাওয়া গেছে নবজাতক শিশুর মরদেহ।
শুক্রবার (২৯ নভেম্বর) বিকালে উপজেলার বসুরহাট পৌরসভার ১নং ওয়ার্ডের বড় রাজাপুর গ্রামের একটি মাঠে এ নবজাতকের লাশ দেখতে পায় স্থানীয়রা। পরে বিকাল ৪টার দিকে খবর পেয়ে কোম্পানীগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, নবজাতক শিশুটির গলায় দাগের চিহৃ রয়েছে। ধারণা করা হচ্ছে, নবজাতক শিশুটিকে কে বা কাহারা জম্মের পর গলাটিপে হত্যা করে আজ সকালে রাস্তার পাশে পৌরসভা ১নং ওয়ার্ডের সাত্তার মিয়ার বাড়ি সংলগ্ন খেলার মাঠে চলন্ত সিএনজি থেকে ছুঁড়ে ফেলে যায়।
এ বিষয়ে কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আরিফুর রহমান রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে অবস্থান করছে। পরে এ বিষয়ে বিস্তারিত জানানো যাবে।