ঝিনাইদহে পাগলা কুকুরের কামড়ে অন্তত ৩০ জন আহত হওয়ার ঘটনা ঘটেছে।
শুক্রবার (২৯ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে শৈলকুপা উপজেলার দুটি গ্রামে এ ঘটনা ঘটে।
গ্রামবাসীর মতে, দুপুর সাড়ে ১২টার দিকে পাইকপাড়া গ্রামে একটি পাগলা কুকুর সামনে মানুষ গরু যাকে পায় তাকে কামড়ে আহত করতে থাকে। তারপর পার্শ্ববর্তী বিপ্রবগদিয়া গ্রামে গিয়ে কামড়াতে থাকে। আহতদের মধ্যে নারী, পুরুষ ও শিশু রয়েছেন।
এ ঘটনায় আহত ১০ জন শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে চিকিৎসা নেয়। এছাড়া গুরুতর আহত দু’জনকে ঝিনাইদহ সদর হাসপাতালে রেফার্ড করেন চিকিৎসকরা।
শৈলকুপা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. সাজ্জাদ রহিম জানান, কুকুরে কামড়ানোর ওষুধ এন্টি র্যাবিস ভ্যাসিন নেই। হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের বাইরে থেকে ওষুধ কিনে চিকিৎসা নিতে হয়।
উল্লেখ্য, শৈলকুপা শহর ও গ্রামে বেওয়ারিশ কুকুরের সংখ্যা অগণিত। পাগলা কুকুরের ভয়ে মানুষ ভীতসন্ত্রস্ত থাকে।