সারাদেশে শীত আসি আসি করলেও এখনো তেমন একটা শীতের দেখা নেই। অন্যদিকে অগ্রহায়ন মাসেই তীব্র শীত পড়ছে পঞ্চগড়ে। শীতের আগমনী বার্তা হিসেবে পঞ্চগড়ে গত কয়েক দিন ধরে বেড়ে চলছে শৈত্যপ্রবাহের মাত্রা। একই সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে হিমেল হাওয়া। মূলত বিকেল হওয়ার পরপরই নেমে আসে শীত। আর সন্ধ্যার হলেই নামে কুয়াশা।
শুক্রবার সকালে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩.৯ ডিগ্রি সেলসিয়াস। যা দেশের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা বলে আবহাওয়া অফিস সূত্রে জানা যায়।
জানা যায়, পঞ্চগড় জেলা হিমালয়ের নিকটবর্তী হওয়ায় শীতের তীব্রতা অন্যান্য জেলার তুলনায় অনেক বেশি শীত থাকে। বিশেষত দেশের অন্যান্য জেলার আগে এ জেলায় শীত নামে।
এদিকে শীতের তীব্রতা বাড়ায় জেলার পাঁচ উপজেলার বিভিন্ন নতুন ও পুরাতন শীতবস্ত্রের দোকানগুলো জমে উঠতে শুরু করেছে।