বাংলাদেশের বিরুদ্ধে পিঙ্ক বলে বাইশগজের লড়াই ঘিরে উন্মাদনা তুঙ্গে। পিঙ্ক টেস্টে ক্রিকেট-বিনোদনের ককটেল ক্রিকেটের নন্দন কাননে। সৌজন্যে অবশ্যই সিএবি আর বোর্ড প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলি।
ইডেনে বল গড়ানোর আগে গোলাপি বলের আদলে তৈরি মিষ্টি টুইট করে বসলেন খোদ বোর্ড প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলি।শুধু কী গোলাপি বলের আদলে মিষ্টি, রয়েছে - পিঙ্ক বল বন বন সন্দেশও। দুই ধরণের মিষ্টির ছবিই পোস্ট করেছেন মহারাজ।