ভোলার দৌলতখান উপজেলায় পানিতে ডুবে তাসপিয়া (২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২১ নভেম্বর) সকাল ৮টায় দৌলতখান উপজেলার সৈয়দপুর ইউনিয়নের ৭ নং ওয়ার্ডে এ ঘটনা ঘটে। তাসপিয়া ওই ওয়ার্ডের ছলেমানের মেয়ে।
পরিবার সূত্রে জানা যায় আজ সকাল ৮ টায় খেলাধুলা করার সময় তাসপিয়া পুকুরের পানিতে পড়ে যায়। পরে পুকুর থেকে তাকে তুলে দৌলতখান হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
দৌলতখান হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. সালাম বলেন, শিশুটি হাসপাতালে আনার আগেই মারা গেছে। অতিরিক্ত পানি পেটে প্রবেশ করায় এমনটি হয়েছে।