Bootstrap Image Preview
ঢাকা, ০৯ সোমবার, সেপ্টেম্বার ২০২৪ | ২৫ ভাদ্র ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

নোয়াখালীতে বাস চাপায় মোটরসাইকেল আরোহীসহ নিহত ৩

আবু রায়হান সরকার, নোয়াখালী প্রতিনিধি
প্রকাশিত: ১৮ নভেম্বর ২০১৯, ০৭:০২ PM
আপডেট: ১৮ নভেম্বর ২০১৯, ০৭:০২ PM

bdmorning Image Preview


নোয়াখালীর সোনাইমুড়ি বজরা ইসলামগঞ্জ বাজারে বাস চাপায় মোটরসাইকেল আরোহীসহ নিহত ৩ আহত ১ জন।। এ দুর্ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছে। নিহতরা হচ্ছে বেগমগঞ্জ উপজেলার চৌরাস্তা এলাকার টিপু,ইমু,জাবেদ।

রবিবার (১৭ নভেম্বর) রাত ১১ টা ৪০ মিনিটের দিকে সোনাইমুড়ি উপজেলার বজরা ইসলামগঞ্জ বাজারে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, নিহত তিনজনের লাশ বজরা হাসপাতালে রয়েছে। গুরুতর আহত অবস্থায় একজনকে উদ্ধার করে নোয়াখালী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। গুরুতর আাহত মাসুদ সোনাইমুড়ী  উপজেলার শাকেরপুর এলাকার বাসিন্দা তার  অবস্থা ও আশংকাজনক।

স্থানীয়রা জানায়, সোনাইমুড়ি থেকে চৌমুহনীর দিকে যাওয়ার পথে ৪ মোটরসাইকেল আরোহীকে ঢাকা আগামী একুশে পরিবহনের একটি বাস চাপা দিলে ঘটনাস্থলে ৩ মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়। সোনাইমুড়ি থানার অফিসার ইনচার্জ ওসি আব্দুস সামাদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Bootstrap Image Preview