২০১৫ সালের ৮ নভেম্বর সাকিব আল হাসান ও উম্মে শিশির আহমেদের কোলজুড়ে পৃথিবীতে এসেছিল ছোট্ট আলায়না। বছর ঘুরে আজ ৮ নভেম্বর পঞ্চম বছরে পা দিয়েছে হ্যাপি দম্পত্তির আদরের কন্যা।
চতুর্থ জন্মদিন উপলক্ষ্যে আলায়নার একটি ছবি আপলোড করে সাকিব লিখেছেন, 'আমার জীবনকে জন্মদিনের শুভেচ্ছা। তুমি আমার জীবনের সূর্যের আলো। আমার জীবনের সবচেয়ে বড় সুখের উৎস। পৃথিবীর অন্য যেকোনো কিছুর চেয়ে বেশি ভালোবাসি তোমাকে।'
সাকিবের স্ত্রী উম্মে আহমেদ শিশিরও পৃথক ছবি আপলোড করেছেন কন্যা আলায়নার জন্মদিনে। যেখানে তিনি লিখেছেন, 'পৃথিবীর সবচেয়ে সুন্দর মেয়েকে জন্মদিনের শুভেচ্ছা। আমাদের পৃথিবীতে তুমি অনেক ভালোবাসা এনে দিয়েছো। যা শব্দে বর্ণনা করা সম্ভব নয়। আমরা তোমাকে পৃথিবীর অন্য যেকোনো কিছু চেয়ে বেশি ভালোবাসি।'