রাজধানীর মিরপুরে এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করল ডন্স টিম (ডিটি) কমিউনিটি। এসময় পাবলিক কল সার্ভিস ‘হ্যালো ডিটি’র মোড়ক উন্মোচন করা হয়।
সোমবার মিরপুরের সিটি মহল রেস্টুরেন্টে পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করে হ্যাকার টিমটি।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডন্স টিমের প্রতিষ্ঠাতা ও পরিচালক সুমন আহমেদ, ক্রাইম রিসার্চ এন্ড অ্যানালাইসিস ফাউন্ডেশনের (ক্রাফ) মহাসচিব মিনহার মহসিন, বিডিমর্নিং-এর সরকারী সম্পাদক শাহরিয়ার নিশান, যুগান্তর অনলাইন বিভাগের প্রধান এম. মিজানুর রহমান সোহেল, সাইবার একাত্তরের পরিচালক তানজিম আল ফাহিম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সঙ্গীতশিল্পী এবং স্টেজ ফর ইয়ুথের পরিচালক ইলিয়াস হোসেন।
উক্ত অনুষ্ঠানটি পরিচালনা করেন ডন্স টিমের হেড অব স্পোর্টস আব্দুল্লাহ আল মামুন ও মানব সম্পদ ব্যবস্থাপক অভি জামান।
অনুষ্ঠানের ব্যাপারে ডন্স টিমের বিভাগীয় প্রধান এইচ আর সোহাগ বলেন, ডন্স টিম ২০১৫ সাল থেকে মানুষকে সোশ্যাল মিডিয়া ভিত্তিক নিরাপত্তা দিয়ে আসছে। বাংলাদেশ ক্রিকেট টিমের সদস্যদের অনলাইন সিকিউরিটি প্রদান থেকে শুরু করে গরীব দুঃখীদের মাঝে খাদ্য বিতরণের কার্যক্রমসহ বহু সেবামূলক কাজ করে আসছে।
সাধারণ মানুষের জন্য সেবামূলক উদ্যোগের জন্য ডন্স টিমকে শুভকামনা জানিয়েছেন বিডিমর্নিং-এর সরকারী সম্পাদক শাহরিয়ার নিশান। তিনি বলেন, স্বপ্ন দেখেছিলেন, দক্ষ কারিগর হয়ে সে স্বপ্নের সর্বাঙ্গীন সুন্দর কাঠামো নির্মাণ করে যাচ্ছেন। আপনাদের সাফল্যে নিরাপদ হবে দেশের অনলাইন মাধ্যম। সাইবার যুদ্ধে অপ্রতিরোধ্য হবে বাংলাদেশ। ডন্স টিমের জন্য অন্তহীন শুভকামনা।
প্রসঙ্গত, সম্প্রতি এ প্রতিষ্ঠানের পক্ষ থেকে চালু করা হলো আরেকটি সেবামূলক প্লাটফর্ম পাবলিক কল সার্ভিস ‘হ্যালো ডিটি’। যার দুইটি হটলাইন নাম্বারে (০১৩১২০০৯৮৭৬, ০১৩১২০০৯৮৭৭) কল করে দ্রুত সেবা পাওয়া যাবে।