টি-টোয়েন্টি ক্রিকেটে এক বছর পর ফিরেই প্রথম ম্যাচেই বাংলাদেশকে অবিশ্বাস্য এক জয় পাইয়ে দেন তরুণ বাঁহাতি ব্যাটসম্যান আফিফ হোসেন ধ্রুব।
এমন সময় যখন দলে নিজের জায়গা শক্ত করার চেষ্টা করছেন কিন্তু হুট করেই এক উটকো ঝামেলা পিছু নিয়েছে ১৯ বছর বয়সী আফিফের। সামাজিক যোগাযোগ মাধ্যমে তার বিয়ে সম্পর্কে ভুলভাল ও অসত্য তথ্য প্রকাশ করা হচ্ছে বলে অভিযোগ তার। এ বিষয়ে বেজায় চটেছেন আফিফ। যা তিনি ক্ষোভের মাধ্যমে জানিয়েছেন নিজের ফেসবুক পেজে।
আফিফ লিখেন, ‘আমি বিবাহিত, এমন গুজব ছড়ানো বন্ধ করুন। আমি নিজেও জানি না যে কবে বিয়ে করলাম অথচ কিছু নিচু মনের মানুষ এসব সস্তা খবর প্রচার করে বেড়াচ্ছে। দয়া করে, কোনো কিছু না জেনে ভুয়া খরচ ছাপানো বন্ধ করুন। অন্যথায় আমি আইনি পদক্ষেপ নিতে বাধ্য হবো। সবাইকে ধন্যবাদ।’