প্রথমবার বাবা হওয়ার খবর জানালেন ৩১ বছরের ক্যারিবিয়ান অল-রাউন্ডার আন্দ্রে রাসেল।
কলকাতা নাইট রাইডার্সের হয়ে আইপিএল খেলার সময় স্ত্রী জাসিম লরাকে সঙ্গে নিয়ে আসেন রাসেল৷ মঙ্গলবার পার্টিতে ক্রিকেটীয় ঢংয়েই তাঁর বাবা হওয়ার খবর জানান ক্যারিবিয়ানের এই তারকা ক্রিকেটার৷
বাবার হওয়ার খবর জানিয়ে ইনস্টাগ্রামে আপলোড একটি ভিডিও দিয়েছেন রাসেল লেখেন, ‘So it’s #GIRL???????????? another blessing in my life it didn’t matter if it was a girl or a boy, all am asking God for is a healthy baby #babyrussell @partyblasterspro.
দেশের হয়ে এখনও পর্যন্ত একটি মাত্র টেস্ট, ৫৬টি ওয়ান ডে এবং ৪৭টি টি-২০ ম্যাচ খেলেছেন এই ক্যারিবিয়ান অল-রাউন্ডার৷