গতকাল মঙ্গলবার সকালে নিজের ইনস্টাগ্রামে একটি ভিডিয়ো পোস্ট করেন শেখর ধাওয়ান।সেই ভিডিও দেখা যাচ্ছে সামনে সুদূর-বিস্তৃত সমুদ্র সৈকত। হাওয়ায় দোদুল্যমান নারকেল গাছের সারি। সমুদ্র ও আকাশের নীল রঙ যেন মিশে গিয়েছে দিগন্তে। আর তারই মাঝে কোনও এক উঁচু বাড়ির ছাদে বা বারান্দায় শেখর।
ক্যামেরার দিকে পিছন ফিরে দাঁড়িয়ে তিনি। পাকা বংশীবাদকের মতো সুর ফুটিয়ে তুলছেন। বাঁশির সুর থেকেই বহুদিনের চর্চার ছাপ স্পষ্ট। চারপাশের নৈস্বর্গিক দৃশ্য তার সুরের যাদুতে যোগ করল এক ভিন্ন মাত্রা।
ভিডিও দেখতে এখানে ক্লিক করুণ.........।।