নারী ঘটিত কারণে মাঝে মধ্যেই খবরের শিরোনামে আসেন অস্ট্রেলিয়ান তারকা লেগস্পিনার শেন ওয়ার্ন।ঘুরে ফিরে আবারো আসলেন খবরের পাতায়।
লন্ডনে নিজের বাসভবনে রাতভর পার্টিতে মেতেছিলেন ৪ নারী নিয়ে, যেখানে তার নিজের বান্ধবীসহ ছিলো আরও দুইজন যৌনসঙ্গিনী।
লন্ডনের উত্তর-পশ্চিমে প্রায় ২৭ লাখ ডলার খরচ করে মাইডা ভ্যাল নামক বাড়ি বানিয়েছেন ওয়ার্ন। সেখানেই তিন নারী নিয়ে সারারাত পার্টিতে মেতেছিলেন তিনি এমনটাই জানাচ্ছে ইংলিশ সংবাদমাধ্যম দ্য সান।
দ্য সানকে এক প্রত্যক্ষদর্শী এ ঘটনার কথা জানিয়ে বলেছেন, ‘সারারাত সে (ওয়ার্ন) এখানে পার্টি করেছে। আশেপাশের মানুষ কী শুনছে বা কী দেখছে তাতে কোনো ভ্রুক্ষেপই ছিল না তার। সে তার জানালাও খোলা রেখেছিল, যে কারণে বাইরে থেকে সব দেখা যাচ্ছিল এবং খুবই হৈচৈ শোনা যাচ্ছিল।’