Bootstrap Image Preview
ঢাকা, ০৭ বৃহস্পতিবার, নভেম্বার ২০২৪ | ২৩ কার্তিক ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

লেকের পানিতে ভাসছে অজস্র ডলার!

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৬ আগস্ট ২০১৯, ০৮:০৪ PM
আপডেট: ০৬ আগস্ট ২০১৯, ০৮:০৪ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


কখনো কি ভেবে দেখেছেন লেকের পানিতে ভাসছে অজস্র ডলার। হঠাৎ যদি আপনার সামনে এমনটি ঘটতো তবে কেমন হতো? অবাক করা হলেও এমনই একটি ঘটনা ঘটেছে অস্ট্রেলিয়ায়।

সোমবার (৫ আগস্ট) সকালে অস্ট্রেলিয়ার দক্ষিণের শহর উলংগংয়ের স্থানীয় ইলাওয়ারা লেকের পানিতে ভাসতে দেখা গেছে অজস্র ডলার!

এ বিষয়ে স্থানীয়রা জানিয়েছেন, সকাল ৯টার দিকে এক নারী দেখতে পান যে, নদীতে অসংখ্য অস্ট্রেলীয় ডলার ভাসছে। ভাসমান নোটগুলো ৫০ ডলারের। ঘটনাটি দেখেই ওই নারী দ্রুত পুলিশে খবর দেন।

পরবর্তীতে, স্থানীয় ইলাওয়ারা লেক থানার পুলিশ ও অন্যান্যরা মিলে নদী থেকে প্রায় দুই হাজার নোট অক্ষত অবস্থায় উদ্ধার করেন। তবে মাছের কামড়ে আরও অনেক নোট নষ্ট হয়ে গিয়েছে বলেও জানায় পুলিশ।

Bootstrap Image Preview