Bootstrap Image Preview
ঢাকা, ০৪ বুধবার, ডিসেম্বার ২০২৪ | ২০ অগ্রহায়ণ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

মাত্র এক সপ্তাহে গলেছে মেরুর ১০ বিলিয়ন টন বরফ!

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৪ আগস্ট ২০১৯, ১০:০০ AM
আপডেট: ০৪ আগস্ট ২০১৯, ১০:০০ AM

bdmorning Image Preview


সারা বিশ্বে উষ্ণায়নের জেরে মেরু প্রদেশের হিমবাহ যে গলে যাচ্ছে যে খবর বিশ্ববিদিত। কিন্তু মাত্র এক সপ্তাহের মধ্যে ১০ বিলিয়ন টন বরফ গলে পানি হয়ে যাওয়ার খবরে আতঙ্কিত বিজ্ঞানীরা। অবিশ্বাস্য হলে ঘটনাটি সত্যি। 

মেরু প্রদেশ নিয়ে গবেষণা করা ডেনমার্কের একটি ওয়েবসাইট ‘‌পোলার পোর্টাল’‌ এবং ‘‌ন্যাশনাল স্নো অ্যান্ড আইস ডেটা সেন্টার’‌-এর সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী, গত এক সপ্তাহ ধরেই গ্রিনল্যান্ডের বরফের স্তর অতিরিক্ত হারে গলেছে। তার মধ্যে গত ৩১ জুলাই, বরফস্তরের উপরিভাগ ৬০ শতাংশ গলে গেছে। এবং প্রায় ১০ বিলিয়ন টন বরফ সুমেরু মহাসাগরে মিশে গেছে। 

২০১২ সালের পর এটাই এখন পর্যন্ত সব চেয়ে বেশি হারে বরফের গলন। তাপমাত্রার পারদ যদি এর মধ্যে না নামে তাহলে আগামী বৃহস্পতিবারের মধ্যে আরও বরফ গলে যাবে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বিজ্ঞানীরা।

ড্যানিশ মিটিওরোলজিক্যাল ইন্সটিটিউটের গবেষক রুথ মোট্রাম জানালেন, গ্রিনল্যান্ডের হিমবাহ গলে গত জুলাইয়ে আটলান্টিক মহাসাগরে ১৯৭ বিলিয়ন টন পানি বাড়িয়েছে। যার ফলে মাত্র এক মাসে সমুদ্রের জলস্তরে বৃদ্ধি হয়েছে প্রায় ০.‌১ মিলিমিটার বা ০.‌০২ ইঞ্চি।

Bootstrap Image Preview