যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় একটি রেস্তোরাঁয় মাংসের অর্ডার দিলেন এক নারী। মাংসও দিয়ে গেল ওয়েটার। কিন্তু অবাক কাণ্ড। আচমকাই সামনে রাখা প্লেটের মাংস নিজে নিজে চলতে শুরু করেছে।
ফ্লোরিডার রেই ফিলিপস রেস্তোরোঁয় গিয়ে মাংসের অর্ডার দেয়ার পরেই এই ঘটনা ঘটে।
নিউ ইয়র্ক পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় এক নারী একপ্লেট মাংসের ডিশ অর্ডার করেছিলেন। কথা মতো সেই ডিশ রেখে যান রেস্তোরাঁর বয়। তারপরেই বিপত্তি। হঠাৎ, মাংসের টুকরো ডিশ থেকে নিজে নড়ে চড়ে এসে পড়ে প্রথমে টেবিলে। সেখান থেকে মাটিতে!
সঙ্গে সঙ্গে পুরো ঘটনা মোবাইলে ভিডিও করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন তিনি। দেখতে দেখতে লাইকের সংখ্যা কোটি ছাড়িয়ে যায়। এখন পর্যন্ত ১ কোটি ৩৭ লাখ লোক এই ভিডিও দেখেছেন।
অবশ্য এই ভিডিও দেখে অনেকেই বলেছেন, পুরোটাই ফেক। সুতো দিয়ে মাংসের টুকরোকে বেঁধে একে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছিল। কেউ কেউ মন্তব্য করেন, মাংস ভীষণ টাটকা বলে এ রকম নাকি নড়ছিল!
তবে এই ঘটনা নাকি নতুন নয়। এর আগেও এক ক্রেতা অর্ডার করে এরকম চলন্ত মাংসের পিস পেয়েছিলেন। সেই ভিডিওটিও ভাইরাল হয়েছিল।