মীরসরাইয়ে স্কুলছাত্রীকে উত্যক্ত করার অভিযোগে ৩ বখাটেকে আটক করেছে জোরারগঞ্জ থানা পুলিশ।
রবিবার (২১ জুলাই) বেলা ১২ টার দিকে তাদেরকে আটক করা হয়।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সুত্রে জানা গেছে, বখাটে ইমাম হোসেন (২০), আবু সায়েদ (১৯) ও মামুন (১৮) দীর্ঘদিন থেকে মীরসরাই উপজেলার ধুম ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের স্কুলে আসা যাওয়ার পথে উত্যক্ত করে আসছিল।
গতকাল সকাল সাড়ে ৯ টার দিকে গোলকের হাট পাঞ্জুবের নেছা উচ্চ বালিকা বিদ্যালয়ের নবম শ্রেনীর এক ছাত্রীকে স্কুলে আসার পথে গোলকের হাট-মিনা বাজার রাস্তার মাথায় পথ রোধ করে অশ্লীল আচরন করলে উক্ত শিক্ষার্থী বিষয়টি প্রধান শিক্ষককে জানায়।
প্রধান শিক্ষক বিষয়টি স্কুল ম্যনেজিং কমিটির সভাপতি আনিসুর রহমানকে অবগত করে সেদিন বখাটেদের আটক করতেই ঐ ছাত্রীকে ছুটি দিয়ে দেন। স্কুল ছুটির পরে বখাটে ইমাম হোসেন সঙ্গীদের নিয়ে উক্ত ছাত্রীর পিচু পিচু তার বাড়ীর সামনে চলে যায়।
এসময় স্থানীয় জনতা ঐ ছাত্রীর অভিযোগের সাথে বখাটেদের আচরনের মিল রেখে সবাই মিলে উক্ত যুবকদের গনধোলাই দেয়।
এক পর্যায়ে এলাকাবাসী ও স্কুল কমিটির সভাপতি আনিসুর রহমান বখাটেদেরকে স্থানীয় চেয়ারম্যানের কাছে সোপর্দ করেন।
পরে চেয়ারম্যান আবুল খায়ের মোঃ জাহাঙ্গীর ভুঁইয়া পুলিশে খবর দিলে জোরারগঞ্জ থানা পুলিশ হাতে নাতে ১জনকে এবং অভিযান চালিয়ে আরো ২জনকে আটক করে।
এ ব্যাপারে আসামীদের বিরুদ্ধে জোরারগঞ্জ থানায় মামলার প্রস্তুতি চলছে।