Bootstrap Image Preview
ঢাকা, ০৪ বুধবার, ডিসেম্বার ২০২৪ | ১৯ অগ্রহায়ণ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

বেনাপোল সীমান্তে ভারতীয় রুপিসহ আটক ১

যশোর প্রতিনিধি
প্রকাশিত: ২০ জুলাই ২০১৯, ০৯:০২ PM
আপডেট: ২০ জুলাই ২০১৯, ০৯:০২ PM

bdmorning Image Preview


যশোরের বেনাপোল থেকে ৫ লাখ ২৪ হাজার ভারতীয় রুপী ও ৪ টি মোবাইলসহ নিরঞ্জন (৩৪) নামে এক পাসপোর্ট যাত্রী বাংলাদেশী নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বিজিবি সদস্যরা। 

শনিবার (২০ জুলাই) সকাল ১০ টার সময় তাকে চেকপোষ্ট সাদিপুর মোড় থেকে আটক করে বিজিবি।

আটক নিরঞ্জন নরসিংদী জেলার গোরাদিয়া গ্রামের ঝন্টু দাসের ছেলে।

৪৯ বিজিবি বেনাপোল আইসিপি ক্যাম্পের সুবেদার বাকি বিল্লাহ বলেন, বিজিবির নিজস্ব গোয়েন্দা মারফত সংবাদ পেয়ে পাসপোর্ট যাত্রীকে আটক করে ক্যাম্প আনা হয়।

এরপর তার ল্যাগেজ ও শরীর তল্লাশি করে ভারতীয় ৫ লাখ ২৪ হাজার রুপী ও ৪টি উন্নত মোবাইল ফোন উদ্ধার করা হয়।

২১ বিজিবি অধিনায়ক লে, কর্নেল সেলিম রেজা আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, আটক নিরঞনকে মুদ্রা পাচার আইনে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

Bootstrap Image Preview