কক্সবাজারে চনাচুরের প্যাকেটের ভেতরে করে অভিনব কায়দায় পাচারকালে ৫ হাজার পিস ইয়াবাসহ মোঃ সালাহ উদ্দীন (৩৪) নামে এক পাচারকারীকে আটক করেছে রামুরক্রসিং তুলাবাগান হাইওয়ে পুলিশ।
শুক্রবার (১৯ জুলাই) দিবাগত রাত দশটার দিকে কক্সবাজার সদরের ঝিলংজা জানারঘোনা এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক পাচারকারী ভোলা জেলার লালমোহন থানার কালমা এলাকার কাঞ্চন সিকদারের ছেলে।
রামু ক্রসিং তুলাবাগান হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মুজাহিদুল ইসলাম বিডি মর্নিংকে জানান, কক্সবাজার সরকারি কলেজের সামনে গোপন সংবাদের বিত্তিতে নম্বারবিহীন একটি সিএনজি তল্লাশীকালে যাত্রী মোঃ সালাহ উদ্দীনের হাতে থাকা চানাচুরের প্যাকেটে ৫ হাজার পিস ইয়াবা পাওয়া যায়।
এসআই জামাল হোসেনের নেতৃত্বে তল্লাশি চালানো সিএনজিটি কক্সবাজার শহররে দিকে যাচ্ছিল বলে জানান তিনি।
আটক ইয়াবা পাচারকারীর বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে রামু থানায় মামলা রুজু করা হয়েছে আজ সকালে আদালতে সোপর্দ করা হবে বলে জানান ওসি মুজাহিদুল ইসলাম।
মাদক ব্যবসায়ী ও চোরাকারবারীদের বিরুদ্ধে তার চিরুনী অভিযান অব্যাহত রাখতে সবার সহযোগিতা চেয়েছেন হাইওয়ে পুলিশের এই চৌকস কর্মকর্তা।