Bootstrap Image Preview
ঢাকা, ০৭ শনিবার, ডিসেম্বার ২০২৪ | ২৩ অগ্রহায়ণ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ছাতকে বন্যাকবলিত অসহায় মানুষের পাশে তরুনরা

ছাতক প্রতিনিধি
প্রকাশিত: ১৬ জুলাই ২০১৯, ০৬:৪৬ PM
আপডেট: ১৬ জুলাই ২০১৯, ০৬:৪৬ PM

bdmorning Image Preview


ছাতকের দক্ষিণ খুরমা ইউনিয়নের বিভিন্ন গ্রামে বন্যাদুর্গতদের খোঁজ খবর নিচ্ছেন এলাকার তরুনরা। 

মঙ্গলবার (১৬ জুন) বাড়ি-বাড়ি গিয়ে জানা যায় এখন পর্যন্ত সরকারি বা অন্য কোন প্রতিষ্ঠান থেকে কোন ধরনের ত্রান বন্যা কবলিত অসহায় মানুষেরা পাননি।

বন্যা-দুর্গত এলাকার মানুষজন ত্রাণের অভাবে মানবেতর জীবনযাপন করছেন। সরকারি ও বেসরকারি পর্যায়ে ত্রাণ তৎপরতা খুবই কম।

অবশ্য বন্যার্তদের সাহায্যে দলমত নির্বিশেষে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সরকারের পক্ষ থেকে আহ্বান জানানোর পরও এখনও পর্যন্ত ছাতকে বন্যাদুর্গতদের ত্রাণ তৎপরতার কোনো উদ্যোগই দেখা যায়নি।

ত্রাণের অভাবে বন্যা দুর্গত অঞ্চলের মানুষ খুবই দুর্বিষহ জীবন যাপন করছে। তাই দল মত নির্বিশেষে বন্যাদুর্গত অঞ্চলের মানুষের পাশে সবাইকে সব ধরনের ভেদাভেদ ভুলে এমন দুর্যোগময় মুহূর্তে এগিয়ে আসতে হবে।

এসময় বন্যাকবলিত মানুষদের দেখতে গিয়েছিলেন- দক্ষিণ খুরমা ইউনিয়নের ভুইগাঁও ৫নং ওয়ার্ডের সাবেক মেম্বার মুহিবুর রহমান মুহিব। ছাতক (দক্ষিণ) উপজেলা তালামীযের সাধারন সম্পাদ ও রুহুল আমিন ফাউন্ডেশনের সাধারন সম্পাদক সংবাদ কর্মী হাসান, ৫নং ওয়ার্ড যুবদলের সভাপতি ওলিউর রহমান, শরিফ উদ্দীন, সুলেমান আহমদ, রুমন আহমদ, শেখ তারেক প্রমুখ।

Bootstrap Image Preview