বরগুনার আমতলী উপজেলার আমতলী সদর ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মোঃ মোতাহার উদ্দিন মৃধার সমর্থকদের ওপর হামলার অভিযোগ উঠেছে আওয়ামী লীগ চেয়ারম্যান প্রার্থী মোঃ জাহিদুল ইসলাম মিঠুর কর্মী সমর্থকদের বিরুদ্ধে।
শনিবার দুপুর ১ টার দিকে উপজেলার উল্টাখালী গ্রামের দেলোয়ার শাহর বাড়িতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় মোতাহার উদ্দিন মৃধার ছোট ভাই মোহাম্মদ খোকন মৃধা (৫০) সহ আরও ১০-১২জন নেতাকর্মী আহত হয়েছেন।এদের মধ্যে গুরুতর আহত ৮ জনকে বরিশাল মেডিক্যাল কলেজ হাসপাতাল ও আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে পুলিশ চারজনকে আটক করেছে।
প্রত্যক্ষদর্শীসূত্রে জানা যায়, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন (২৫ জুলাই) উপলক্ষে ৬ নং আমতলী সদর ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোহাম্মদ মোতাহার উদ্দিন মৃধার ঘোড়া মার্কার নির্বাচনী প্রচারণায় তার কর্মীরা ৯নং ওয়ার্ড পুজাখোলায় নির্বাচনী প্রচারণা চালাতে গেলে সেখানেই ১০-১২জন নেতাকর্মীর উপর আচমকা হামলা চালিয়েছে আওয়ামী লীগ মনোনীত নৌকা মার্কার প্রার্থী মোঃ জাহিদুল ইসলাম মিঠু মৃধার লোকজন। এই ঘটনায় একজন গর্ভবতী মহিলাও আহত হন। গুরুতর আহত অবস্থায় স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ মোতাহার উদ্দিন মৃধার ছোট ভাইসহ আহত আরও ৭-৮জন নেতাকর্মীকে তৎক্ষণাৎ আমতলী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। আমতলী স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসকগণ আহতদের অবস্থা সংকটাপন্ন জানালে অতিদ্রুত তাদের বরিশাল সদর হাসপাতালে স্থানানন্তর করা হয়।
হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আহত মোহাম্মদ খোকন মৃধা (৪৮) জানান, “রোজকার মতো আজও আমরা শান্তিপূর্ণভাবে ঘোড়া মার্কার নির্বাচনী প্রচারণায় বের হই কিন্তু ৯নং ওয়ার্ড পুজাখোলায় নির্বাচনী প্রচারণা চালাতে গেলে আচমকা এক বাড়িতে আমাদের লোকজনের উপর হামলা চালায় আওয়ামী লীগ মনোনীত নৌকা মার্কার প্রার্থী মিঠু মৃধার ভাড়াটে সন্ত্রাসীবাহিনী”।
ঘোড়া মার্কার স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ মোতাহার উদ্দিন মৃধা বলেন, ‘নৌকার প্রার্থী ও তার কর্মী সমর্থকরা এলাকায় আগেই জানিয়ে দিয়েছেন স্বতন্ত্র প্রার্থী ও ঘোড়া মার্কার পক্ষে কোন কর্মী-সমর্থক কর্মীসভা ও ভোটারদের কাছে ভোট চাইতে পারবে না, ভোট চাইলেই তাদের প্রতিহত করা হবে। এরই ধারাবাহিকতায় আজ এই ঘটনার সম্মুখীন হলো আমার নেতাকর্মীরা। এই ঘটনার সুষ্ঠু বিচার হওয়া উচিত’।
অপরদিকে স্বতন্ত্রপ্রার্থীর সমর্থকরা উল্টাখালী আওয়ামী লীগ প্রার্থীর নির্বাচনী কার্যালয়, বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি ভাংচুর করেছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগ প্রার্থী মোঃ জাহিদুল ইসলাম মিঠু মৃধা।
এ ব্যাপারে আমতলী থানার ওসি মোঃ আবুল বাশার বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। এরইমধ্যে এ ঘটনার সাথে জড়িত সন্দেহে ৪জনকে আটক করা হয়েছে। আটক হওয়া চারজন হলেন রবিউল ম্যাল্কা, জসিম মোল্লা, শাহজালাল হাওলাদার, আরিফ হাওলাদার।