খাগড়াছড়িতে ভারী বর্ষণের ফলে পাহাড় ধসে যুগেন্দ্র চাকমা (৪০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এসময় আরো কয়েকজন আহত হন।
মঙ্গলবার (৯ জুলাই) সন্ধ্যায় জেলার দীঘিনালা উপজেলার বাবুছড়া ইউনিয়নের দুর্গম উল্টাছড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। যুগেন্দ্র স্থানীয় সুবধন চাকমার ছেলে।
জানা যায়, সন্ধ্যায় ভারী বর্ষণে উল্টাছড়ি গ্রামের পাহাড়ের চূড়ায় থাকা যুগেন্দ্র চাকমাদের ৪টি বসত ঘর ধসে পড়ে। এসময় যুগেন্দ্র বাড়িতে ছিল। ঘরসহ ধসে পড়লে মাটি চাপায় ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন বাবুছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সন্তোস জীবন চাকমা