চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে তূর্ণা নিশীথা ট্রেন থেকে ৮৭৫পিস ইয়াবাসহ রিপন ওরফে রিমন (৩০) নামে এক যুবককে গ্রেফতার করেছে রেলওয়ে পুলিশ।
বুধবার (৩ জুলাই) দিবাগত রাত ১১টার দিকে ইয়াবাসহ তাকে আটক করা হয়।
চট্টগ্রাম রেলওয়ে থানার ওসি মোস্তাফিজ ভূঁইয়া বলেন, তূর্ণা নিশীথায় টিকিট ছাড়া উঠেন ওই ব্যক্তি। সন্দেহ হলে তার দেহ তল্লাশি করে ৮৭৫পিস ইয়াবা পাওয়া যায়।
জুয়েল নামে একজন এই ইয়াবাগুলো তার মাধ্যমে কিশোরগঞ্জে পাঠাচ্ছিল। বিনিময়ে তাকে ৫ হাজার টাকা দেওয়ার কথা ছিল। গ্রেফতারকৃত রিপন ওরফে রিমনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হবে বলে জানান ওসি।