Bootstrap Image Preview
ঢাকা, ০৯ সোমবার, সেপ্টেম্বার ২০২৪ | ২৫ ভাদ্র ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

চট্টগ্রামে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ০৪ জুলাই ২০১৯, ০৬:৩৩ PM
আপডেট: ০৪ জুলাই ২০১৯, ০৬:৩৩ PM

bdmorning Image Preview
প্রতীকী ছবি


চট্টগ্রাম নগরে ট্রাকের ধাক্কায় মো. মামুন চৌধুরী (৩৬) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। 

বৃহস্পতিবার (৪ জুলাই) দুপুর ১২টার দিকে আখতারুজ্জামান ফ্লাইওভারের মুরাদপুর অংশে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মামুন বায়েজিদের কোম্পানি বাড়ি এলাকার নুরুল আবছার চৌধুরীর ছেলে।

এই বিষয়ে পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কাসেম ভূঁইয়া বলেন, ট্রাকের ধাক্কায় গুরুতর আহত হন ওই মোটরসাইকেল চালক। তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হলে সেখানে তার মৃত্যু হয়।

চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক আলাউদ্দিন তালুকদার বলেন, মুমূর্ষু অবস্থায় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Bootstrap Image Preview