Bootstrap Image Preview
ঢাকা, ০৯ সোমবার, সেপ্টেম্বার ২০২৪ | ২৫ ভাদ্র ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

নোয়াখালীতে পাওনাদারকে প্রকাশ্যে কুপিয়ে জখম

নোয়াখালী প্রতিনিধি
প্রকাশিত: ০৩ জুলাই ২০১৯, ০৬:২৩ PM
আপডেট: ০৩ জুলাই ২০১৯, ০৬:২৭ PM

bdmorning Image Preview
প্রতীকী ছবি


নোয়াখালীর কোম্পানীগঞ্জে পাওনা টাকা চাওয়ার জের ধরে প্রকাশ্যে তিনজনকে কুপিয়ে জখম করা হয়েছে। 

মঙ্গলবার (২ জুলাই) দিবাগত রাত ১১টার দিকে উপজেলার চরফকিরা ইউনিয়নের ৯নং ওয়ার্ডে এ ঘটনা ঘটে।

এসময় গুরুত্বর আহত মো. হোসেন (৬৫), আবুল কাসেম (৩০), রুবেল (২৫) কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছে বলে জানা যায়।

ভুক্তভোগীর ছেলে আবুল কালাম জানান, তার বাবা চরফকিরা ৯নং ওয়ার্ডের বাবুলকে ত্রিশ হাজার টাকা ধার দিয়েছিল। ধার দেওয়া টাকার সাত হাজার টাকা এখনো আমার বাবা ওই বাবুলের কাছে পাওনা রয়েছ।

বাবা ওই পাওনা টাকা চাইলে, এ টাকা নিয়ে প্রথমে দু’পক্ষের মাঝে কথা কাটাকাটি হয়। পরে বাবুলের নেতৃত্বে পূর্ব শক্রতার জের ধরে পরিকল্পিতভাবে বাবুলের পিতা মো. আমির হোসেন (৫০) ও তার ভাই সোহাগ, জহির, রিপন আমার বাবা, ভাই এবং এক নিকট আত্মীয়কে দা দিয়ে এলাপাতাড়ি কুপিয়ে জখম করে।

এ বিষয়ে কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আসাদুজ্জামান জানান, এ ঘটনায় বুধবার (৩ জুলাই) ভুক্তভোগী কোম্পানীগঞ্জ থানায় মামলা দায়ের করেছেন।

Bootstrap Image Preview